
"অ্যানোরা"- সমালোচকদের দৃষ্টিতেও অনন্য হিসেবে বিবেচিত
শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেতে হলে কোন চলচ্চিত্রকে উচ্চমূল্যের নির্মাণ হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। "অ্যানোরা'' সিনেমাটি আবারও এই তত্ত্বটিকে সত্য প্রমাণ করলো।
বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে "পাম দে' অর" পুরস্কার অর্জনের পরে এবার "ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস"র সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হলো শন বেকার নির্মিত "অ্যানোরা"। মাত্র ছয় মিলিয়ন ডলার খরচে নির্মিত এই ছবিটি 'উইকেড', 'দ্য সাবস্ট্যান্স', 'এ কমপ্লিট আননোন', 'ডিউন: পার্ট টু', 'এমিলিয়া পেরেজ', 'নিকেল বয়েজ', 'কনক্লেভ', 'দ্য ব্রুটালিস্ট' এবং 'সিং সিং'-এর মতো বিগ বাজেট ও তারকা সমৃদ্ধ ছবিকে ছাপিয়ে শ্রেষ্ঠ স্থান দখল করে। যা কিনা সত্যিই অবিশ্বাস্য।
"ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস" পূর্বে ব্রডকাস্ট ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড নামে পরিচিত ছিল। আমেরিকান-কানাডিয়ান ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশন (সিসিএ) কর্তৃক প্রতি বছর চলচ্চিত্র ও টেলিভিশনের বিভিন্ন ক্যাটাগরির সেরা কৃতিত্ব হিসেবে দাবিদার ব্যক্তি ও কন্টেন্টকে এই পুরস্কার বা সম্মাননা প্রদান করা হয়। ১৯৯৫ সালে জো বার্লিন ও রড লিউরির নেতৃত্বে এই অ্যাসোসিয়েশন চালুর পর থেকেই প্রতি বছর "ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস" প্রদান করা হয়ে আসছে।
চলতি বছর আয়োজিত হয়ে গেল এই অ্যাওয়ার্ড'র ৩০তম আসর।ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় তারকাদের আলো ঝলমলে উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সেরাদের হাতে তুলে দেওয়া হয় অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার।এবারের আসরে চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র হিসেবে সমালোচকদের মন জয় করে নিয়েছে "অ্যানোরা"।
"ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস"- এ সেরা চলচ্চিত্রের পুরস্কার প্রাপ্ত এই চলচ্চিত্রটি ২০২৪ সালে নির্মাতা শন বেকার রচিত, পরিচালিত ও সম্পাদিত কমেডি ড্রামা ঘরানার ছবি। এই সিনেমায় ব্রুকলিনের তরুণী যৌনকর্মী আনোরা ও ধনাঢ্য রুশ ব্যবসায়ীর পুত্র ভানিয়া জাখারভের রোম্যান্স ও বিবাহের গল্প কিছুটা হাস্যরসাত্মক ধরণের মধ্য দিয়ে উপস্থাপিত হয়েছে। সিনেমার নাম ভূমিকায় 'অ্যানোরা' চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন ও অন্য কেন্দ্রীয় চরিত্র ভানিয়া জাখারভের ভূমিকায় মার্ক এইদেলস্তেইন অভিনয় করেছেন।
এছাড়া ভানিয়ার রুশ দেহরক্ষী ইগর চরিত্রে ইউরা বরিসভ, ভানিয়া জাখারভের বাবা নিকলাই জাখারভের চরিত্রে আলেকসেই সেরেব্রিয়াকভ, তার মা গালিনা জাখারভার চরিত্রে দারিয়া একামাসভা ও আর্মেনীয় প্রশিক্ষক তোরোসের চরিত্রে ক্যারেন ক্যারাগুলিয়ান অভিনয় করেছেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন ভাশে তভমাসিয়ান,লুনা সোফিয়া মিরান্ডা,আইভি ওক,অ্যালেনা গুরেভিচ প্রমুখ অভিনেতা- অভিনেত্রী।মাইকি ম্যাডিসনকে কোন প্রকার অডিশন ছাড়াই মূল ভূমিকায় অভিনয়ের জন্য নির্বাচিত করেন এবং অভিনেত্রী রুশ ও ব্রুকলিন উপভাষা শিখে আর স্ট্রিপ ক্লাবে গিয়ে সেখানকার যৌনকর্মীদের থেকে ধারণা নিয়ে নিজেকে চরিত্রপযোগী করে গড়ে তুলেন।
এরপর শন বেকার ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ব্রুকলিনে এবং এর পার্শ্ববর্তী এলাকা তথা ব্রাইটন বিচ, কোনি আইল্যান্ড ও শিপশিড বে-তে "অ্যানোরা"র মূল দৃশ্যধারণ শুরু করেন। ৩৭ দিনব্যাপী ছবিটির দৃশ্যধারণ করা হয় যার মধ্যে বাড়ির অভ্যন্তরের ২৫ মিনিট দৃশ্যের চিত্রগ্রহণে সময় নেয় ১০ দিন। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন অ্যালেক্স কোকো, সামান্থা কুয়ান ও শন বেকার।
২০২৩ সালের অক্টোবর মাসে ফিল্মনেশন এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রটির বৈশ্বিক পরিবেশনার স্বত্ব ক্রয় করার মাধ্যমে ফ্রান্সে ল্য পাক্ত, ইসরায়েলে লেভ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কিসমেট এবং উত্তর আমেরিকা ব্যতীত বিশ্বের বাকি দেশগুলোতে ফোকাস ফিচার্স/ইউনিভার্সাল পিকচার্স ইন্টারন্যাশনালের কাছে স্বত্ব বিক্রি করে। এদিকে ২০২৩ সালের নভেম্বর মাসে নিয়ন চলচ্চিত্রটির উত্তর আমেরিকার স্বত্ব ক্রয় করে এবং ২০২৪ সালের ১৮ই অক্টোবর সীমিত পরিসরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়। প্রেক্ষাগৃহে "অ্যানোরা" ব্যাপক সমাদৃত হয় এবং বিশ্বব্যাপী ৩৪.৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।
আরও পড়ুনঃ- টলিউড সিনেমা ‘বিবি পায়রা’তে জুটি বেঁধে আসছেন স্বস্তিকা-পাওলি
বিশ্বব্যাপী মর্যাদাপূর্ণ বিভিন্ন পুরস্কারের মধ্যে ২৩৩ টি মনোনয়ন পেয়ে ১১৫ টি পুরস্কার পেয়েছে "অ্যানোরা" এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কান চলচ্চিত্র উৎসব।২০২৪ সালের ২১শে মে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয় এবং এটি ১০ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল।ন্যাশনাল বোর্ড অব রিভিউ ও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট সিনেমাটিকে তাদের ২০২৪ সালের শীর্ষ ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান দিয়েছে।
বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার অস্কার অ্যাওয়ার্ডের মনোনয়নের বেলাতেও "অ্যানোরা"র জয়জয়কার লক্ষ্য করা । ৯৭ তম একাডেমি পুরস্কারে সেরা ছবি, সেরা পরিচালক হিসেবে শন বেকার, সেরা অভিনেত্রী হিসেবে মাইকি ম্যাডিসন , সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে ইউরা বোরিসভ এবং সেরা মৌলিক চিত্রনাট্যের জন্য মনোনয়ন লাভ করেছে। এখানেও স্বল্প বাজেটের এই ছবিটি বাজিমাত করবে কিনা তা জানতে এখন শুধু ৩ মার্চের সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
"গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড"- এ পাঁচটি মনোনয়ন পেয়েও কোন পুরস্কার জিততে ব্যর্থ "অ্যানোরা" ঠিক তার এক মাস পরে "ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস"- এ সেরা ছবির পুরস্কার জিতে নিল। এদিন পুরস্কারের ট্রফিটি হাতে নিয়ে আবেগাপ্লুত নির্মাতা শন বেকার বলেন,“খুবই অপ্রত্যাশিত। অশেষ ধন্যবাদ, ক্রিটিকস চয়েস।যারা ভালোবেসে বিনোদন সাংবাদিকতা ও চলচ্চিত্র সমালোচনায় নিজেদের নিয়োজিত করেছেন, তাদের নির্বাচনে যখন আপনার ছবি শ্রেষ্ঠত্ব অর্জন করে- তখন সেই পুরস্কার এক বিশাল প্রাপ্তি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুধুমাত্র আমার অসম্ভব ভালো শিল্পী ও কলাকুশলীর জন্যই আমাদের স্বল্প বাজেটের এই ছবিটির এই অর্জন সম্ভব হয়েছে।"
"ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস" এ সেরা ছবি ছাড়াও সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, সেরা সম্পাদনা ও সেরা শিল্পী সমাহার বিভাগেও "অ্যানোরা" মনোনয়ন লাভ করলেও পুরস্কার অর্জন করেনি।
স্টাফ রিপোর্টার
সর্বাধিক পঠিত
Loading...